বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

TMMBD

জানুন ফ্রিনেট কিভাবে কাজ করে,নিজেই আবিক্ষার করুন ফ্রিনেট

tmmbd এর পক্ষথেকে সবাইকে স্বগত...

আমার বেশি প্যাচাল পারার অভ্যাস নাই। সবাই আসছেন কিভাবে ফ্রিনেট কাজ করে আর আপনি নিজে কিভাবে ফ্রিনেট এর আবিক্ষাকরক হবেন তা জানতে.. 

এখন পশ্ন হলো এগুলা করতে আপনার কি কি প্রয়জন হবে।
ভাই তেমন কোন যন্ত্রাংসেরই প্রয়োজন নাই।
সুধু জানার জন্য ধৈর্য আর শেখার জন্য আগ্রহ্.. হাতে একটা ইন্টারনেট চালিত আর সব ওয়েব সাইট ভিজিট করা যাই এমন একটা ডিভাইস (হতে পারে আপনার ফোন বা ডেক্সটপ
তো শুরু করি।

১।ডিফল্ট ব্রাউজার ট্রিকঃ

নেটে কয়েকটা সার্ভার(ex: glype) আছে যেটা থেকে
আপনি একটা সাইট থেকে সব গুলো সাইটি ভিসিট করতে
পারবেন।(ex:kproxy,hidemyass)…অর্থাত্ hidemyass.com
গেলেই আপনি এই hidemyass এ থেকে সব ধরনের
সাইটে থাকবেন।অর্থাত্ আপনি থাকবেন Hidemyass.com এর
ভিতর ই কিন্তু সেখান থেকে সারা বিশ্ব ঘুরে আসতে
পারবেন।।যাইহোক প্রত্যেক টা সার্ভারের ই থাকে নিজস্ব
Host ip…(ex: kproxy এর হোস্ট আইপি 204.045.134.106)
IPv4(internet protocal version 4)..এই Protocal এর একটি
সুবিধা যে ফোনে Proxy address এ কোন সার্ভার বা
হোস্ট রেখে কানেক্ট করে অন্য কোন সার্ভারে
কানেক্ট করলেও কানেক্ট হবে ওই হোস্ট সার্ভারে।
বুঝতে কষ্ট হচ্ছে?উদাহরন
আমি ফোনের প্রক্সিতে দিলাম Kproxy এর হোস্ট
204.045.134.106
এবং কানেক্ট করলাম জিপি বা অন্যন্য সীমের ফ্রী সার্ভার
যেমন m.facebook.com দিয়ে।।এটি কানেক্ট হবে ফ্রী
সার্ভার দিয়ে অর্থাত্ আপনার কোন টাকা কাটবে না কিন্তু চলে
যাবেন আপনার হোস্ট সার্ভারে।।kproxy এর মর্ম তো
আগেই শুনলেন।অর্থাত্ খালি Kproxy বা অন্যন্য প্রক্সি সার্ভার
কে ফ্রী করতে পারলেই সারাদুনিয়া ফ্রী চালাতে
পারবেন।
এভাবেই প্রতিস্থাপন/replace এর মাধ্যমেই মূলত আমরা
ডিফল্ট এর মাধ্যমে ফ্রী চালাতাম। এখন ও যেটা চলছে..  জিপিতে জার্মান প্রক্সি বা http://m.facebook.com.german-proxy.de/ এই এড্রেস দিয়ে.. একটু বুঝতে পারলে আপনি নিজেও এমন এড্রেস তৈরী করে ফ্রি চালাতে পারবেন।

২।সফ্ট ওয়ার দিয়ে ফ্রী চালানোঃ

মোবাইলের প্রত্যেক টা browser soft এর ই নিজস্ব সার্ভার
থাকে(Phone এর HTML Browser ছাড়া)।।যেমন অপেরার
সার্ভার server4.operamini.com । (এটা আগে ছিলো এখন পরিবর্তন ও হতে পারে) অর্থাত্ আপনি অপেরা
চালালে প্রথমেই একসেস করবে এই সার্ভারটাকে।তাইল
আর লাগে কি?ওপেরার এই সার্ভার কে কোন মতে ফ্রী
বানাতে পারি তবেই তো ফ্রী কাজ করবে।
যদি আমরা আগের মতোই reverse/replace internet protocal বা R.I.P  use করে ফোনের
কনফিগারে দেই ওপেরার সার্ভার এবং কানেক্ট করি ফ্রী
সার্ভার দিয়ে তাহলে কানেক্ট হবে ফ্রী কিন্তু কাজ
করবে ওপেরার সার্ভার হিসেবে।।এভাবেই ওপেরা ফ্রী
কাম করতো । ;)
উদাহরনঃফোনের কনফিগার তৈরী করলাম
server4.operamini.com দিয়ে।ওপেরা তে কানেক্ট করলাম
ফ্রী সাইট দিয়ে..যেমন robifonepass or somthing ..তখন
ঐ সাইট টি কাজ করবে server4.operamini.com এর
মতো।অর্থাত্ Replace হবে।

৩।Cgi trick:

সবথেকে কার্যকর এবং উণ্নত পদ্ধতি হলো CGI অর্থাৎ Common Gateway Interface. 
তবে এর পেছনেও সেই R.I.P. বা  replace internet protocal টা কাজ করছে..
cgi script দিয়ে cgi তৈরী করা যায়।
cgi মূলত নিচের মতো করে থাকে
000.000.000.000/cgi-bin(or folder name created in host)/
nph-proxy.cgi/00/http/
মূল জিনিস হলো লাস্টের .cgi পর্যন্ট ।আর এই স্ক্রিপ্ট
দিয়েও আপনি ..http/ এর পর যেকোন সাইট ভিসিট করতে
পারবেন।।এখন এর হোস্ট কে যদি ফোনের কনফিগারে
রেখে ফ্রী সার্ভার দিয়ে কানেক্ট করা হয় তব তবে
ফ্রী সার্ভার টা হোস্ট হিসেবে কাজ করবে।
Handler trick:
1.http trick:
proxy type http
proxy server=http://robi.fonepass.mobi/view/redirect.html?
result: সফ্টওয়্যারের ভিতরের সব সার্ভার পরিবর্তিত হয়ে
http://robi.fonepass.mobi/view/redirect.html? হয়ে যাবে।

৪।Front query:

এটা একটা জটিল ট্রিক।এখানে কিছু বসালে সফ্টওয়্যারের
ভিতরের সার্ভার আগের মতো অপরিবর্তিত থাকবে কিন্তু
আপনি এর মাধ্যমে ফ্রী চালাতে পারবেন।
আগেই বলছি যে cgi এ http/ এর পর যা কিছু বসাবেন তাই
কানেক্ট হবে।
এখন যদি ফোন configure এ cgi host(Ex:000.000.000.000)
বসান এবং কানেক্ট করেন
http://robi.fonepass.mobi/view/redirect.html?/cgi-bin/nph-proxy.cgi/00/http/
তাহলে http/ এর পর সফট এর ভিতরের সার্ভার গুলো কাজ
করবে এবং cgi host http://robi.fonepass.mobi/view/redirect.html? এর দ্বারা replace
হবে।অর্থাত্ ফ্রী সার্ভার দিয়ে replace হওয়ায় ফ্রী
চলবে।

Real host:(only for symbian)
Proxy type: real host
proxy server:ur server
filter:*(soft server)

এর মাধ্যমে মূলত আপনার সার্ভার টা সফ্ট এর সার্ভার দিয়ে
Replace হয় এবং আপনি ফ্রী চালাতে পারেন।

প্রশ্নঃ uc দিয়ে http trick এ ডাওনলোড করা যেত না
কেন?
উত্তরঃ uc এর ব্রাউজিং এবং ডাওনলোড সার্ভার ভিন্ন ভিন্ন কিন্তু
ফোনে শুধুমাত্র একটা সার্ভার ই রাখা যায়। তবে যারা ফ্রি চালিয়েছেন সবাই তোHideip.co দিয়ে ডাউনলোড করেছেন!! ☺
প্রশ্নঃ রবি কি বন্ধ করছে?
উত্তরঃরবি মূলত R.I.p replace/reverse করার সিস্টেম টাই বন্ধ
করছে।সকল আইপি এখনো ফ্রী কাজ করে।শুধু মাত্র
একটা সার্ভারের উপর অন্যটা প্রতিস্থাপন হয় না।

বিঃদ্রঃ বোঝানোর জন্য পোস্ট এর কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে। ☺

তাই এখান থেকে আশা করছি অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহন
করতে পেরেছেন।এই শিক্ষাকে কাজে লাগিয়ে চেষ্টা
করুন নতুন কিছু করতে।আল্লাহর উপর ভরসা রাখুন।হুম আপনি
নিজেই সফল হবেন।

পরবর্তি পোস্টে CGI proxy কিভাবে বের করতে হয় সে বিষয়ে লিখব..  সাথেই থাকুন। পোস্ট আপডেট অৎবা টেকনিক্যালল সাহায্য পেতে আমাদের ফেইসবুক গ্রুপ এর সদস্য হতে পারেন।
#shopnill_prantor
   Free Net Investigation (powered by TMM)
  TMMBD BLOG & FACEBOOK GROUP

Read More

সোমবার, ৬ মার্চ, ২০১৭

TMMBD

কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কিত কিছু তথ্য।

  • আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভাল আছেন। 
  • TMMBD  পক্ষ থেকে সকল কে সুভকামনা।
    আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ' 'কম্পিউটারের সবচেয়ে Interesting 23 টি Facts'' তো চলুন শুরু করা জাক। 
  • 1. ইন্টারনেটের মোট 80% picture ই নগ্ন মহিলার।
  • 2. Microsoft Windows tutorial এর অন্য নাম হলো ‘Crash Course’!
  • 3. Bill Gates এর বাড়ির ডিজাইনটি করা হয়েছিল একট MAC কম্পিউটার দিয়ে।
  • 4. প্রতি মাসে প্রায় 10 লাখ নতুন Domain name registered হয়।
  • 5. E-mail এর বিস্তৃতি/ ব্যবহার Web এর তুলনায় অনেক বেশী।
  • 6. পৃথিবীতে 1টি সাধারণ ওয়েব পেইজের বিপরীতে  রয়েছে 5টি porn পেইজ।
  • 7. 80 দশকে একটি IBM computer কে সম্পূর্ন কম্পিউটার হিসেবে গন্য করা হতো না যদি না এটি Microsoft Flight Simulator কে চালাতে সক্ষম হতো ।
  • 8. MySpace রয়েছে 110 million registered users. যদি MySpace একটি দেশ হতো তাহলে এটি Mexico-র চেয়ে দশগুন বড় হতো ।
  • 9. গত দশ বছরে আমেরিকাতে প্রতি 8টি married couples এর মধ্যে 1টি পরিচয় হয়েছে online এ।
  • 10. 21 বছরের একজন মানুষ গড়ে 5,000 ঘন্টা ভিডিও গেম খেলেন, 250,000 ইমেইল/instant/text messages আদান প্রদান করেন এবং 10,000 ঘন্টা ব্যায় করেন মোবাইল ফোনে ।
  • 11. একজন কম্পিউটার ব্যবহারকারী প্রতি মিনিটে গড়ে 7 বার চোখের পলক ফেলেন । যা সাধারণ সময়ের চেয়ে অর্ধেকেরও কম ।
  • 12. প্রথম banner advertising ব্যবহৃত হয় 1994 সালে ।
  • 13. বিশ্বের প্রথম কম্পিউটার মাউস আবিস্কার করেন Doug Engelbart 1964 সালে যা ছিল কাঠের তৈরি।
  • 14. বিশ্বের প্রথম রেজিস্ট্রিকৃত domain এর নাম হলো symbolics.com.
  • 15. পৃথিবীতে প্রায় 1,319,872,109 জন মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টটেড ।
  • 16. বিশ্বজুড়ে প্রায় 106 কোটি instant messaging accounts রয়েছে।
  • 17. 5 কোটি ব্যবহারকারী হতে যেখানে রেডিওর সময় লেগেছিল 38 বছর, টেলিভিশনের 13 বছর সেখানে ওয়েব এর লেগেছে মাত্র 4 বছর ।
  • 18. 70% ভাইরাস নির্মাতা কাজ করে কোন না কোন crime syndicate প্রতিষ্ঠানে।
  • 19. “Rother J” নামক একটি প্রোগ্রামের মাধ্যমেই প্রথম কম্পিউটার ভাইরাসের আবির্ভাব ঘটে। যে কম্পিউটারের সাহায্যে এটি তৈরি করা হয়েছিল সেই কম্পিউটারেই সেটি দ্বারা আক্রান্ত হয়েছিল ।
  • 20. সবচেয়ে ভয়ঙ্কর MS-DOS virus হলো Michelangelo (1991), যা boot sector, hard drive ও floppy drive কে আক্রান্ত করতো । অত্যান্ত দ্রুত পৃথিবীতে এর বিস্তার ঘটেছিল ।
  • 21. একটি virus কখনোই নিজ থেকে আপনার কম্পিউটারকে আক্রান্ত করতে পারে না যদি না আপনি এগুলোকে কোন infected files বা diskettes এর মাধ্যমে আপনার কম্পিউটারে নিয়ে আসেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করেন।
  • 22. মোট জনসংখ্যার মধ্যে সর্বোচ্চ ইন্টারনে ব্যবহারকারীর দেশ হচ্ছে Sweden (75%)
  • 23. পৃথিবীর প্রথম জনপ্রিয় ওয়েব ব্রাউজারের না Mosaic যা 1993 সালে রিলিজ হয়।
Read More

রবিবার, ৫ মার্চ, ২০১৭

TMMBD

TMM BD

TMMBD

এটা Teach Me More Bangladesh (tmmbd) গ্রূপ এর অফিসিয়াল Blog সাইট।
 আমি Shopnill_Prantor(কালো বিড়াল) CEO
আছি সাথে..
এখন থেকে..   গ্রুপ এর বিশেষ পোস্ট গুলো এই সাইটের সাথে লিংক্ড করা হবে।

সাথেই থাকুন শিখতে থাকুন।  ধন্যবাদ.. ☺
Read More